English Version
আপডেট : ১৯ জুন, ২০২১ ১৭:৫৩

হাসপাতাল ছাড়ছেন খালেদা

অনলাইন ডেস্ক
হাসপাতাল ছাড়ছেন খালেদা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার সন্ধ্যায় তিনি বাসায় ফিরবেন বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

খালেদার ব্যক্তিগত একাধিক চিকিৎসকও বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।

একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে নিউজবাংলাকে বলেন, ‘ম্যাডামের আপডেট তো শুধুমাত্র মহাসচিবের ব্রিফ করার কথা। তবে, এইটুকু বলতে পারি যে আজ ম্যাডাম বাড়ি ফিরছেন। তার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ সময় নির্ধারণ করা হয়েছে।’

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। শুরুতে গুলশানের বাসভবন ফিরোজার দ্বিতীয় তলায় একটি রুমে চিকিৎসা চলছিল বিএনপি নেত্রীর।

গত ১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করানো হয় খালেদা জিয়ার। এরপর ফিরিয়ে আনা হয় গুলশানের বাসভবনে। অবস্থার অবণতি হলে ২৭ এপ্রিল একই হাসপাতালে ভর্তি করানো হয় বিএনপি প্রধানকে। সেই থেকেই হাসপাতালে আছেন তিনি।

গত ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বিএনপি থেকে খালেদা জিয়ার করোনামুক্তির খবর দেয়া হয় ৯ মে। কিন্তু দল থেকে বলা হচ্ছিল, অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিয়েছে তার।

সিসিইউতে থাকা অবস্থায় গত ২৮ মে হঠাৎ জ্বরে আক্রান্ত হন খালেদা জিয়া। গত ৩ জুন চিকিৎসকদের পরামর্শে তাকে কেবিন ফিরিয়ে আনা হয়।