English Version
আপডেট : ১৭ জুন, ২০২১ ১২:২৫

ঢাকা-১৪ আসনে উপনির্বাচন পরিচালনায় আ.লীগের কমিটি

অনলাইন ডেস্ক
ঢাকা-১৪ আসনে উপনির্বাচন পরিচালনায় আ.লীগের কমিটি

ঢাকা-১৪ আসনের উপনির্বাচন পরিচালনার জন্য ১০ সদস্যের কমিটি করেছে আওয়ামী লীগ। কমিটির আহ্বায়ক হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান। সমন্বয়কারী হয়েছেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সম্পর্কিত খবরমিটিংয়ে দাওয়াত না দেওয়ায় আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২জীবনে একটা সিগারেটও খাইনি, টানও দেইনি: তথ্যমন্ত্রী‘ত্রাণ চাই না, বাঁধ চাই’ গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে আওয়ামী লীগ এমপি ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বৈঠকে দলের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন পরিচালনা কমিটির ৮ সদস্যের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য সাহাবুদ্দিন ফরাজি, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট সানজীদা খানম ও আবদুল আওয়াল শামীম। উপনির্বাচনে তাদের সাতজন প্রত্যেকে একটি করে ওয়ার্ড এবং একজন একটি ইউনিয়নের দায়িত্ব পালন করবেন।

সূত্র জানায়, বৈঠকে কমিটি গঠনের পাশাপাশি ঢাকা বিভাগের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এ সময় শিগগিরই অভ্যন্তরীণ বিরোধ মেটাতে বিরোধপূর্ণ ইউনিটের নেতাদের নিয়ে ধারাবাহিক বৈঠক করার বিষয়ে আলোচনা হয়। আরেকটি বৈঠক করে এই কাজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক মারা যান ৪ এপ্রিল। শূন্য আসনে শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টুকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। আগামী ২৮ জুলাই এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।