English Version
আপডেট : ১৩ জুন, ২০২১ ১৩:৪৫

শেখ হাসিনা আগামীকে নিয়ে ভাবেন: পানিসম্পদ উপমন্ত্রী

অনলাইন ডেস্ক
শেখ হাসিনা আগামীকে নিয়ে ভাবেন: পানিসম্পদ উপমন্ত্রী

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আগামীকে নিয়ে ভাবেন, আগামী প্রজন্মকে নিয়ে ভাবেন উল্লেখ করে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলতেন তখন বিএনপি তাকে নিয়ে টিটকারি দিতো, বিরূপ সমালোচনা করতো। বঙ্গকন্যার ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবরূপ লাভ করেছে। দেশের অধিকাংশ মানুষ আজ ইন্টারনেট চালায়। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে। তার নেতৃত্বেই দেশে আজ এতো উন্নয়ন। নারীর উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনার বাইরে চিন্তা করে না।

শিল্পবর্জ্য দূষণে নাজুক ময়মনসিংহের ভালুকা উপজেলার খীরু নদী, লাউতি নদী, বিলাইজুড়ি খালসহ অন্যান্য নদী-খাল পরিদর্শন শেষে আজ শনিবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

উপমন্ত্রী বলেন, একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে ভালুকার নদী-খালগুলো খনন করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে ভালুকার পরিবেশ রক্ষায় ভূমিকা নেওয়া হবে। একই সময় দলীয় নেতাকর্মীদের তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন ঐক্যবদ্ধ থাকলে দুনিয়ার এমন কোনো শক্তি নেই আওয়ামী লীগকে পরাজিত করে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, বাপা ভালুকা আঞ্চলিক শাখার আহবায়ক অ্যাডভোকেট শাহ মো. আশরাফুল হক জর্জ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শেলিনা রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ মাস্টার, ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শারিয়ার হক সজিব প্রমুখ বক্তৃতা করেন।