English Version
আপডেট : ১১ জুন, ২০২১ ১৬:২৫

খালেদা জিয়া এখনও ঝুঁকিমুক্ত নন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
খালেদা জিয়া এখনও ঝুঁকিমুক্ত নন: মির্জা ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট ও কিডনিতে সমস্যা রয়েছে। পোস্ট কোভিড জটিলতা থেকে মুক্ত হলেও এখনও ঝুঁকিমুক্ত নন তিনি।

শুক্রবার (১১ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে গিয়ে এ কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সর্বশেষ বক্তব্য হচ্ছে, ওনার মিনিমাম যে প্যারামিটারগুলো আছে পোস্ট কোভিডের পর থেকে উনি মোটামুটি বেটার। ফান্ডামেন্টাল কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো উদ্বেগজনক। তার হার্ট ও কিডনির সমস্যা নিয়ে মেডিকেল বোর্ড উদ্বিগ্ন। ওনারা মনে করছেন, বাংলাদেশের হাসপাতাল ও অ্যাডভান্স সেন্টারগুলো ওনার টিট্রমেন্টের জন্য যথেষ্ট নয়।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা’য় করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। এরপর চতুর্থ পরীক্ষায় খালেদা জিয়ার করোনা নেগেটিভ আসে।

গত ২৭ এপ্রিল খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।