English Version
আপডেট : ৯ জুন, ২০২১ ১৬:১৩

রঙিন চশমায় রঙিন খোয়াব দেখছে বিএনপি: কাদের

অনলাইন ডেস্ক
রঙিন চশমায় রঙিন খোয়াব দেখছে বিএনপি: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় যেতে রঙিন চশমায় রঙিন খোয়াব দেখছে।’ বুধবার (৯ জুন) সকালে নিজ বাসায় এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়ে ওয়ান ইলেভেনের সৃষ্টি করেছিল বিএনপি। এ সময় বিএনপির বহুদলীয় গণতন্ত্রকে বহুদলীয় তামাশা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এদিকে দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারা বিএনপিকে নিয়ে মিথ্যা বক্তব্য দিচ্ছেন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ওবায়দুল কাদের, হাছান মাহমুদের কথায় এখন ঘোড়াও হাসে, সবাই হাসে। নতুন পন্থায় তারা বিএনপিকে নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। তাদের কথার উত্তর দিতে চাই না।