English Version
আপডেট : ১৭ মে, ২০২১ ১৪:১৭

অসুস্থ রিজভীর বাসায় আব্বাস

অনলাইন ডেস্ক
অসুস্থ রিজভীর বাসায় আব্বাস

শারীরিকভাবে অসুস্থ রুহুল কবির রিজভীকে দেখতে তার বাসায় গেছেন বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস।

রোববার বিকেলে মোহাম্মদপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় তাকে দেখতে যান মির্জা আব্বাস।

বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানা হয়, শারীরিকভাবে ভীষণ অসুস্থ রুহুল কবির রিজভীর খোঁজ-খবর নিতে তার মোহাম্মদপুরের বাসায় তাকে দেখতে যান মির্জা আব্বাস। এসময় রিজভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন আব্বাস।

রিজভীর দ্রুত সুস্থতা কামনাও করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। এসময় আব্বাসের সঙ্গে বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব ছিলেন।

এরআগে ঈদের দিন রিজভীকে দেখতে তার বাসায় গিয়েছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এসময় রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও কুশল বিনিময় করেন তিনি।