English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১ ১৯:২১

আসলামুল হকের আসন শূন্য ঘোষণা

অনলাইন ডেস্ক
আসলামুল হকের আসন শূন্য ঘোষণা

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে তার আসনটি শূন্য ঘোষাণা করেছে সংসদ সচিবালয়।

মঙ্গলবার দুপুরে আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হয়েছে। তবে করোনা পরিস্থিতির অবনতির কারণে আসনটিতে উপ নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মো. নূরুজ্জামান স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য মো. আসলামুল হক গত ৪ এপ্রিল মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৮৭ ঢাকা-১৪ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।

গেজেট পাওয়ার বিষয় নিশ্চিত করেছে নির্বাচন কমিশন সচিবালয়ও।

ইসির উপসচিব ( নির্বাচন) আতিয়ার রহমান নিউজবাংলাকে বলেন, ‘গেজেট পেয়েছি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্বাচনের ফাইল খোলা হয়নি।’

গত ৪ এপ্রিল রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৬০ বছর বয়সী আসলামুলের।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। একই সময়ে দায়িত্ব পালন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন। বর্তমান জাতীয় সংসদের হাউজ কমিটি ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন আসলামুল।