English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২১ ১৮:৩৪

বিএনপি-জামায়াতের চেয়ে ৩ গুণ বেশি ভোটে জয়ী কাদের মির্জা

অনলাইন ডেস্ক
বিএনপি-জামায়াতের চেয়ে ৩ গুণ বেশি ভোটে জয়ী কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত দুই প্রার্থীর মোট ভোটের ৩ গুণেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুল কাদের মির্জা।

নির্বাচনে ৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে আ.লীগ প্রার্থী আবদুল কাদের মির্জা পেয়েছেন ১০ হাজার ৭৩৮ ভোট, বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১৭৩৮ ভোট ও জামায়াত সমর্থিত স্বতন্ত্রপ্রার্থী মাওলানা মোশারফ হোসেন পেয়েছেন ১৪৫১ ভোট। ফলে কাদের মির্জা তিনগুণেরও বেশি ভোটে জয়ী হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এ নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম।