English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০২১ ২১:২৮

বোয়ালমারীতে ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী

অনলাইন ডেস্ক
বোয়ালমারীতে ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে আগামীকাল শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শুক্রবার দুপুর ১২টায় প্রত্যেক কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারবৃন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচন সামগ্রী গ্রহণ করেন।

নির্বাচনী সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সহকারী রিটার্নিং কর্মকর্তা আজমল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন প্রমুখ। এ পৌরসভায় মোট নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২২২৭৯।