English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০২১ ২১:২৭

শৈলকুপায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
শৈলকুপায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ১

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে সহিংসতায় প্রতিপক্ষের হামলায় লিয়াকত আলী বল্টুর হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় বাপ্পী নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে নিহতের ভাই কাউন্সিলর প্রার্থী শওকত আলী ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে শৈলকুপা থানায় এ মামলা দায়ের  করেন।

পুলিশ জানায়, গত রাতে শওকত আলী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে মামলার মূল আসামি বাপ্পীকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে ঘটনার কয়েক ঘন্টার পর পার্শ্ববর্র্তী কুমার নদ থেকে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মরদেহ উদ্ধারের ঘটনায় এখন পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি। গত বুধবার রাতে শহরের কবিরপুর এলাকায় নির্বাচনী সহিংতায় প্রতিপক্ষের হামলায় নিহত হয় কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী বল্টু। এ ঘটনার কয়েক ঘন্টা পর প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মরদেহ কুমার নদ থেকে উদ্ধার করে পুলিশ।