English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০২১ ১৯:০৫

নির্বাচন নিরপেক্ষ-সুষ্ঠুর দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন বিএনপির

অনলাইন ডেস্ক
নির্বাচন নিরপেক্ষ-সুষ্ঠুর দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন বিএনপির

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফা পৌরসভার নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। 

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, গত ১২ বছরে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়নি। পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী ও নেতাকর্মীদের প্রচার কাজে বাধা প্রদান, হামলা, হুমকি ও ভয়-ভীতি দেখিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ।

এর আগে বিএনপি নেতৃবৃন্দ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সুপার এর নিকট স্মারকলিপি প্রদান করেন।