English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০২১ ১৩:৫৫

সময়মতো প্রণোদনার কারণেই অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: শিল্প প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
সময়মতো প্রণোদনার কারণেই অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: শিল্প প্রতিমন্ত্রী

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, সময়মতো করোনা প্রণোদনা ঘোষণার কারণেই অর্থনীতির সকলখাত ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে।

প্রতিমন্ত্রী শনিবার (৯ জানুয়ারি) রাজধানীর হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে।   গরীব অসহায়দের সহায়তা করা সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, সমাজের বিত্তবানদের ধর্ম-বর্ণ নির্বিশেষে শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, সমাজের প্রতি দায়িত্বপালনে সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী তাঁর ব্যক্তিগত পক্ষ হতে তার নির্বাচনি এলাকার ৫০০ গরীব ও অসহায়কে শীতবস্ত্র বিতরণ করেন। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।