English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০২১ ০৮:০৮

ভাইয়ের বক্তব্যের বিষয়ে যা বললেন সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক
ভাইয়ের বক্তব্যের বিষয়ে যা বললেন সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা বেশ আলোচিত এক বক্তব্য দিয়েছেন।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,’কোনো বিশেষ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে শৃঙ্খলা মেনে চলতে হবে।’ বুধবার (৬ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে তিনি এই কথা বলেন।   সেতুমন্ত্রী বলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনা ছাড়া কেউ দলে অপরিহার্য নয়। দলের শৃঙ্খলা ভাঙার অভিযোগে যে কোনো সিদ্ধান্ত দলীয় সভানেত্রী নিতে পারবেন। শেখ হাসিনার ঊর্ধ্বে কেউ নন। দল করলে সবাইকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে।

আওয়ামী লীগের ক্ষমতায় একযুগ পূর্তি উপলক্ষে ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি আয়োজিত শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।