English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০ ২১:৫৭

চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র নির্বাচিত নৌকার প্রার্থী

অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র নির্বাচিত নৌকার প্রার্থী

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক (নৌকা প্রতীক) মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২২ হাজার ৩৩৯। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী (বিএনপি বিদ্রোহী) মজিবুল হক মালিক পেয়েছেন ৭ হাজার ৬৫৭ ভোট। 

বিএনপি প্রার্থী সিরাজুল ইসলাম মনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৫৬ ভোট। ৯টি ওয়ার্ডের ৩৩টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ভোট অনুযায়ী এ ফলাফল ঘোষণা করা হয়। 

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার তারেক আহমেমদ রাত আটটায় এ তথ্য নিশ্চিত করেন।