English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০ ২০:৪৫

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থীর জয়

অনলাইন ডেস্ক
কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থীর জয়

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. কাজিউল ইসলাম নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৯ হাজার ৭৭৩। তিনি ১৪ হাজার ৩০৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. শফিকুল ইসলাম বেবু পেয়েছেন মাত্র ৫ হাজার ৪৬৮ ভোট।

বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মো. আবু বকর সিদ্দিক নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২৯৩ ভোট। এছাড়াও বাংলাদেশ ইসলামি শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত প্রার্থী আব্দুল মজিদ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫৮ ভোট। এদিকে আওয়ামী লীগের বহিস্কৃত প্রার্থী মো. সাইদুল হাসান দুলাল জগ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৩৭ ভোট।

জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম রাকিব নির্বাচনের ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, সার্বিকভাবে পৌরসভা নির্বাচন অত্যন্ত  সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।