English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০ ২১:৫০

সৈয়দপুর পৌরসভা নির্বাচনে সাত কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

অনলাইন ডেস্ক
সৈয়দপুর পৌরসভা নির্বাচনে সাত কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

সৈয়দপুর পৌরসভা নির্বাচনে সাত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মঙ্গলবার যাচাই-বাছাইয়ে তারা বাদ পড়েন।  এদের মধ্যে রয়েছেন ১ নম্বর ওয়ার্ডে শাহিন হোসেন, নুরুল আমিন প্রামানিক ও  মশিউর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে আকতার হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে শাহীন আকতার, ৯ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম সরদার ও ১৫ নম্বর ওয়ার্ডে তারিক আজিজ।

ঋণখেলাপি ও বয়স কম হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।  উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার রবিউল আলম জানান, যে সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর রিটার্নিং অফিসার বরাবরে আপিল আবেদন করতে পারবেন।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হিসেবে ২৯ ডিসেম্বর এবং আগামী ৩০ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেয়া হবে। তিনি জানান, ১৬ জানুয়ারি ইভিএমএ ভোট গ্রহণ করা হবে এখানে।