English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০ ০৯:০১

বেগমগঞ্জে আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, আহত ১

অনলাইন ডেস্ক
বেগমগঞ্জে আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, আহত ১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর নাম বাহার উদ্দিন (৫৫)। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের গফুর মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের দিন স্থানীয় ফয়সালসহ কয়েকজনের সঙ্গে আওয়ামী লীগের নেতা বাহার উদ্দিনের কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে পাঁচ-ছয়জনের একদল দুর্বৃত্ত গতকাল সন্ধ্যায় অস্ত্র নিয়ে বাহারের ওপর হামলা চালায়। এতে বাহার ডান উরুতে গুলিবিদ্ধ হন ও অন্য একজন হামলায় আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে আহত আওয়ামী লীগ নেতাকে দেখে এসেছেন। এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দলীয় ও এলাকার অভ্যন্তরীণ বিরোধে ঘটনাটি ঘটেছে বলে শোনা যাচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।