English Version
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০ ১১:৩৫

পাবনার বেড়া ও ঈশ্বরদী উপজেলার চেয়ারম্যান পদে ভোটগ্রহণ শুরু

অনলাইন ডেস্ক
পাবনার বেড়া ও ঈশ্বরদী উপজেলার চেয়ারম্যান পদে ভোটগ্রহণ শুরু

পাবনার বেড়া ও ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন চোখে পড়েনি।  আজ সকাল ৯টা ৪০ মিনিটে ঈশ্বরদী উপজেলার শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি ছিল একেবারেই নগন্য।  কেন্দ্রের প্রিজাডিং অফিসার আবুল হাশেম জানালেন, বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভোটাররা আসবেন বলে তারা মনে করছেন।  পাবনা-৪ আসনের সংসদ সদস্য হিসাবে উপনির্বাচনে অংশ নেয়ার কারণে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান পদত্যাগ করেন। আর মৃত্যুজনিত কারণে বেড়া উপজেলা চেয়ারম্যানের পদ শূন্য হয়। এই দুই উপজেলার পরিষদে চেয়ারম্যান পদের নির্বাচনে তফশিল ঘোষনা করে নির্বাচন  কমিশন। উপজেলায় চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতিদ্বনি্দ্বতা করছেন। পাবনা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন নিয়ে বেড়া উপজেলা গঠিত। উপজেলায় ভোটার ২ লাখ ৩ হাজার ৮০২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩ হাজার ৪৯৮ ও নারী ভোটার রয়েছে ১ লাখ ৩০৪ জন। ভোটকেন্দ্র ৬৮টি। এ ছাড়া একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে ঈশ্বরদী উপজেলা। উপজেলায় ভোটার ২ লাখ ৫৪ হাজার ১৪৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৮ হাজার ২৪২ ও নারী ভোটার রয়েছে ১ লাখ ২৪ হাজার ৯০৬ জন; ভোটকেন্দ্র ৮৪টি।  নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, সকাল ৮টার দিকে কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা স্ব স্ব উপজেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে ব্যালট পেপার কেন্দ্রে নিয়ে আসেন। ব্যালট পেপার ছাড়া নির্বাচন সংশ্লিষ্ট সকল সামগ্রী বুধবারের মধ্যেই কেন্দ্রে পৌঁছে গেছে। একটানা ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।