English Version
আপডেট : ২২ আগস্ট, ২০২০ ১১:৪৫

মাস্ক ব্যবহার না করার দায়ে কাউন্সিলরসহ ৭ জনকে জরিমানা

অনলাইন ডেস্ক
মাস্ক ব্যবহার না করার দায়ে কাউন্সিলরসহ ৭ জনকে জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে মুখে মাস্ক ব্যবহার না করার দায়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলামসহ ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে পৌরশহর ও উপজেলার শালগ্রামপুর বাজারে ইউএনও আসমাউল হুসনা লিজা এ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, ওই কাউন্সিলর একটি লেপ-তোষকের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন, তাঁর মুখে কোনো মাস্ক ছিল না। এমতাবস্থায় আদালত তাঁকে ১ হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে পৌর শহর ও উপজেলার শালগ্রামপুর বাজারের ৬ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন ঘোষিত ‘নো মাস্ক, নো সার্ভিস’ কর্মসূচীর অংশ হিসেবে মাস্ক ব্যবহার না করায় সখীপুর পৌরসভার এক কাউন্সিলরসহ ৭ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদ- দেয়া হয়েছে।