English Version
আপডেট : ২০ আগস্ট, ২০২০ ১১:৪৬

শ্রিংলা আমাদের পুরানো বন্ধু: ইনু

অনলাইন ডেস্ক
শ্রিংলা আমাদের পুরানো বন্ধু: ইনু

বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা হাসানুল হক ইনু। আজ বুধবার (১৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে দুই দেশের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এদিকে ১৯৭১ সাল থেকে ভারতকে ‘পুরানো এবং পরীক্ষিত বন্ধু’ হিসেবে অভিহিত করে ইনু বলেন, এটি পুরানো বন্ধু শ্রিংলার সঙ্গে একটি বৈঠক ছিল।

শ্রিংলার বর্তমান সফরকে ‘অর্থবহ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক বর্তমান সরকারের আমলে আরও গভীর হচ্ছে।’

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইনু বলেন, করোনা মহামারির মধ্যে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক অনেক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সার্ক নেতাদের ভার্চুয়াল সভার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার উন্নয়নে ভারত ও বাংলাদেশ কাজ করছে।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হিসাবে দায়িত্ব পালন করা শ্রিংলা চলতি বছরের জানুয়ারিতে ভারতীয় পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণ করেন।

পররাষ্ট্রসচিব হিসাবে তিনি এ বছর মার্চ মাসে প্রথম ঢাকা সফর করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠকের পর আজ (বুধবার) ঢাকা ত্যাগ করবেন হর্ষ বর্ধন শ্রিংলা।

প্রসঙ্গত, দুইদিনের সফরে শ্রিংলা প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিবসহ সচিব পর্যায়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। এর বাইরে তিনি রাজনীতিবীদদের মধ্যে কেবল হাসানুল হক ইনুর সঙ্গেই সাক্ষাৎ করলেন।