English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০ ১১:৫৫
সূত্র:
ভোটগ্রহণ ২৯ মার্চ

চাঁদপুর পৌর নির্বাচনে প্রধান দুই দলের মেয়রপ্রার্থী চূড়ান্ত

চাঁদপুর পৌর নির্বাচনে প্রধান দুই দলের মেয়রপ্রার্থী চূড়ান্ত

আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মেয়রপ্রার্থী চূড়ান্ত করেছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ ও বিএনপি।

গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন বোর্ড চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জিল্লুর রহমান জুয়েলের নাম ঘোষণা করে।

এর আগে গত রবিবার রাতে জেলা বিএনপি যৌথ সভায় দলের পক্ষ থেকে সফিকুর রহমান ভূঁইয়ার নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়েছে। ফলে শেষপর্যন্ত তিনিই বিএনপির চূড়ান্ত প্রার্থী।

আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে চলতি মাসের ২৭ তারিখে মেয়রসহ কাউন্সিল  প্রার্থীদের মনোনয়নপত্র জমার দেওয়ার শেষ দিন, বাছাই ১ মার্চ, প্রত্যাহার ৭ মার্চ এবং প্রতীক বরাদ্দ ৯ মার্চ।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলালউদ্দিন বলেন, এই প্রথম ভোটগ্রহণে চাঁদপুর পৌরসভায় ইভিএম ব্যবহার করা হবে। এতে ১৫টি ওয়ার্ডে মোট  এক লাখ ১৮ হাজার ভোটার ভোট দিতে পারবেন।

এদিকে, আওয়ামী লীগ থেকে জিল্লুর রহমান জুয়েলকে মনোনয়ন দেওয়ার পর রাতে চাঁদপুর শহরে তাঁর পক্ষে বেশ কয়েকটি মিছিল হয়েছে।

একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ছিলেন জুয়েল। বর্তমানে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক তিনি। অন্যদিকে, বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সফিকুর রহমান ভূঁইয়া জেলা যুবদলের সাবেক সভাপতি। চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যানও তিনি। এছাড়া তিনি  বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।

বিগত তিনটি পৌরসভা নির্বাচনে প্রথমে চেয়ারম্যান এবং পরে মেয়র পদে দায়িত্ব পালন করছেন নাসির উদ্দিন আহমদ। বর্তমানে জেলা আওয়ামী লীগের সভাপতি তিনি।

আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নবীন এবং বিএনপির প্রবীণ প্রার্থীর ভোটের লড়াই হবে বেশ জমজমাট। সেই অপেক্ষায় রয়েছে ইলিশের বাড়ি চাঁদপুরের মানুষ।