English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:২৮
সূত্র:

পাপিয়া ও তার মদদদাতাদের বিচার হবে: কাদের

পাপিয়া ও তার মদদদাতাদের বিচার হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপরাধ অনুসারেই বিচার হবে যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার। গ্রেফতার নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার মদদদাতাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এ সময় কাদের বলেন, ‘সরকারের সায় রয়েছে বলেই, এসব অপরাধী ধরা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সরকারের নির্দেশনা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘অপরাধে যুক্ত হলে, দলীয় কিংবা যে পরিচয় থাকুক তাদের আইনের আওতায় আনতে হবে।’ গত শনিবার দেশ থেকে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াসহ ৪ জনকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, বাংলাদেশি ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কান মুদ্রা, ১১ হাজার ৯১ মার্কিন ডলার ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।