English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০৭:৫৭
সূত্র:

সিটি নির্বাচন : বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আওয়ামী লীগ

সিটি নির্বাচন : বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আওয়ামী লীগ

সদ্য সমাপ্ত ঢাকার দুই সিটি করপোরশেন নির্বাচনে যারা দলের বিরোধীতা করে প্রার্থী হয়েছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে । তবে যেসব প্রার্থীরা বিজয়ী হয়েছেন, তাদের ব্যাপারে কিছুটা শিথিল থাকবে এই সিদ্ধান্ত দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দলের হাই কমান্ডকে খোঁজ খবর নেয়ার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে যেসব কাউন্সিলর প্রার্থীরা বিদ্রোহী হয়েছিলেন, তাদের গত ৯ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দেয়া হয় দলটির হাইকমান্ড থেকে। তারপরেও যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, তাদেরকে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন থানা কমিটির পদ দেয়ার আশ্বাস দিয়ে বসে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু দলীয় সভাপতির কাছে হ্যাঁ সূচক উত্তর দিলেও নির্বাচনী মাঠ থেকে তারা সরে দাঁড়াননি। সঙ্গত কারণে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে দলটি। একই সঙ্গে যারা বিদ্রোহী প্রার্থী হওয়ার পরেও বিজয় লাভ করেছেন, তাদের আমলনামা যাচাই বাছাই করেই ব্যবস্থা নেবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের যারা বিদ্রোহী প্রার্থী ছিলেন তাদের বিরুদ্ধে বিষয়ে দলের কার্যনির্বাহী বৈঠকে আলোচনা করা হবে। এছাড়াও নেত্রী দেশে ফিরলেই আমরা সিটি নির্বাচনের সাফল্য ও ভুল-ত্রুটি নিয়ে আলাপ আলোচনা করবো। ওই আলোচনার মধ্য দিয়েই বিদ্রোহীদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হবে।