English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:০৬
সূত্র:

বিএনপির সব পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তাবিথের

বিএনপির সব পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তাবিথের

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে (ডিএনসিসি) ৫৪টি ওয়ার্ডের বিএনপির পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ করেছেন দলটির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। এরমধ্যে ৪৩টি ওয়ার্ডের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ লিখিতভাবে করেছেন তিনি।

তাবিথের পক্ষে অভিযোগপত্র জমা দেওয়া হচ্ছে

তাবিথ আউয়াল বলেন, ডিএনসিসির সব ওয়ার্ডের ভোটকেন্দ্রেই বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমরা এরইমধ্যে ৪৩টি ওয়ার্ডের বিষয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে অভিযোগপত্র জমা দিয়েছি। বাকিগুলোরও পর্যায়ক্রমে দেওয়া হবে।