English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২০ ১১:৪২
সূত্র:

শেষ পর্যন্ত মাঠে থাকব: ইশরাক

শেষ পর্যন্ত মাঠে থাকব: ইশরাক

বিপুল ভোটে ধানের শীষ জয়ী হবে আশাবাদ প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, যে কোনো কিছুর মোকাবিলায় আমি প্রস্তুত আছি। শেষ পর্যন্ত মাঠে থাকব।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর গোপীবাগে শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। আমি আল্লাহর নাম নিয়ে এবং আমার বাবাকে স্মরণ করে বাসা থেকে বের হয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছি। আজকে যদি আমাকে হামলার শিকার হতে হয়, আহত হতে হয়, হব। তবুও ভোটকেন্দ্র দখলমুক্ত এবং ভোটারদের নিরাপদভাবে ভোট দেয়ার জন্য যা যা করা দরকার তা আমি করব।   এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না উল্লেখ করে ইশরাক অভিযোগ করেন, ৩৪ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে হামলা চালিয়ে আমার এক এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন জরিপে ধানের শীষ ৮০ শতাংশের বেশি এগিয়ে আছে। যদি ঠিকমতো ভোট হয় তাহলে বিপুল ভোটে জয়ী হব ইনশাআল্লাহ।   ইভিএম প্রসঙ্গে ইশরাক বলেন, ইভিএমে আমি ভোট দিতে পারলেও সাধারণ জনগণ এর প্রতি আস্থা রাখতে পারেনি। আমি জয়ী হলেও ইভিএমের প্রতি আমার এই অবস্থান পাল্টাবে না।

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।