English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০২০ ১৪:২৫
সূত্র:

হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দলের কোনো নেতাকর্মীকে ভিড় না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপতালটির কার্ডিওলজি বিভাগের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ওবায়দুল কাদের। সেখানে আরও রোগী আছেন, তাদের যাতে অসুবিধা না হয় তাই এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানান। শুক্রবার সকালে বিএসএমএমইউতে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন কাদের। 

কনক কান্তি বড়ুয়া বলেন, ওবায়দুল কাদেরকে ঘুমের ওষুধ দেয়া হয়েছে। তিনি এখন ঘুমাচ্ছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই। তার ইকো করা হয়েছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। প্রয়োজন পড়লে উনাকে আমরা বিদেশ পাঠাব।