English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০২০ ১৮:৩৯

আট শ টাকায় আট কাপ চা খাওয়ালেন মেয়র প্রার্থী আতিক!

অনলাইন ডেস্ক
আট শ টাকায় আট কাপ চা খাওয়ালেন মেয়র প্রার্থী আতিক!

ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম নিজ হাতে চা বানিয়ে খাইছেনে। ওই আট কাপ চা বাবদ তিনি দোকানিকে আট শ টাকা দিয়েছেন বলে জানা গেছে।

সোমবার বিকেলে রাজধানী রামপুরা, আফতাবনগর এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন আতিকুল ইসলাম। হঠাৎই একটি চা দোকানের সামনে গিয়ে তাকে চা বানাতে বসে পড়তে দেখা যায়। 

এ সময় সবাই আগ্রহভরে মেয়র প্রার্থীর চা বানানো দেখতে লাগলেন। পর পর আট কাপ চা বানান তিনি। ওই চা তিনি পান করতে দেন ভোটার ও কর্মীদের। 

সেটি পান করে মেয়র প্রার্থীর উচ্ছ্বসিত প্রশংসাও করেন তারা।

এসময় আতিকুল ইসলাম, 'এই চা চা চা হবে, চা চা চা খাবেন...' বলতে থাকেন। 

চা দোকানদার ইয়াসিন জানান, 'ওনার মতো একজন সম্মানিত মানুষ আমার দোকানে বসে চা বানিয়েছে সেটি আমার জন্য গর্বের। আট কাপ চায়ের দাম হিসেবে উনি আটশ টাকা দিয়ে গেছেন'। খবর: যমুনা নিউজ।