English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০২০ ১৭:০৯
সূত্র:

লিখিত অভিযোগ দায়ের করলেন বিএনপি প্রার্থী ইশরাক

লিখিত অভিযোগ দায়ের করলেন বিএনপি প্রার্থী ইশরাক

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে উত্তপ্ত হয়ে আছে রাজধানী ঢাকার রাজনৈতিক মাঠ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আগেই নির্বাচন কমিশনে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের গ্রেফতার ও নেতাকর্মীদের হয়রানি করা নিয়ে মৌখিক অভিযোগ করেছিলেন, এবার তিনি দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে তিনি এ অভিযোগ দেন।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ। এরপর শুক্রবার (৩ জানুয়ারি) তাকে গাড়ি পোড়ানোর মামলায় কারাগারে পাঠান আদালত। গ্রেফতারকৃত প্রার্থী বংশাল থানা বিএনপির সভাপতি।