English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৯ ১৬:৩৪
সূত্র:

সিটি নির্বাচনে তাপসের মনোনয়নে খুশি আতিকুল

সিটি নির্বাচনে তাপসের মনোনয়নে খুশি আতিকুল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এতে অত্যন্ত খুশি হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) একই দল থেকে আবারও মনোনয়ন পাওয়া আতিকুল ইসলাম।

তিনি বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি যে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। আমি ব্যক্তিগত ভাবে তাকে ধন্যবাদ জানাতে চাই। এটি আমাদের জন্য বড় অর্জন, বড় পাওয়া। আমরা (তাপস ও আতিক) একসাথে কাজ করব। উত্তর ও দক্ষিণ মিলে একটি সুন্দর ঢাকা শহর উপহার দিতে পারব– এ প্রত্যাশা ও বিশ্বাস আছে।’   আজ রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকার দুই সিটির নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করার জন্য তাদের দুজনের নাম ঘোষণার পর এসব কথা বলেন আতিক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আনুষ্ঠানিক ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ ফজলে নূর তাপস।