English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৯ ১৬:৫৩

জাপার আমৃত্যু প্রধান পৃষ্ঠপোষক রওশন, মৃত্যুর পর পদ বিলুপ্ত

অনলাইন ডেস্ক
জাপার আমৃত্যু প্রধান পৃষ্ঠপোষক রওশন, মৃত্যুর পর পদ বিলুপ্ত

জাতীয় পার্টির নবম জাতীয় সম্মেলনে রওশন এরশাতকে প্রধান পৃষ্ঠপোষক, জিএম কাদেরকে চেয়ারম্যান ও মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিব ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে সর্বসম্মতভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

৩ বছর ১১ মাস ১০ দিন পর অনুষ্ঠিতব্য এ সম্মেলনে সভাপতিত্ব করেন জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

কাউন্সিলে সর্বসম্মতভাবে পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদকে দলের আমৃত্যু প্রধান পৃষ্ঠপোষক করা হয়।

দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলের নেতা রওশন এরশাদ জাতীয় পার্টিতে সর্বোচ্চ সম্মানিত পদে অধিষ্ঠিত থাকবেন বলে জানানো হয়।

তিনি যতদিন বেঁচে থাকবেন দলের এ পদে এককভাবে অধিষ্ঠিত থাকবেন, তার মৃত্যুর পরে পদটি আর কেউ ব্যবহার করতে পারবেন না, বিলুপ্ত হয়ে যাবে।