English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৯ ১৩:১৮
সূত্র:

গভীর রাতে রাজধানীতে বিএনপির কম্বল বিতরণ

গভীর রাতে রাজধানীতে বিএনপির কম্বল বিতরণ

রাজধানীর তেজগাঁও তিব্বতের মোড়, ১৪ নং আলকাতরা বস্তি, কাকরাইল মোড়, হাইকোর্ট ও প্রেসক্লাব এলাকায় গরীব ও দুস্থ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে এগারোটার দিকে সরকারী এবং বেসরকারী মেডিকেল ছাত্রদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজ সমূহের ছাত্রদল নেতা ডা. বেলাল হোসেন নাজিম, ডা. জামশেদ আলী তুষার, ডা. তৌহিদুর রহমান আউয়াল, ডা. মো. আতিকুর রহমান, ডা. মঞ্জুরুল ইসলাম, ডা. ইকবাল হাসান ও ডা. মেহেদী হাসান সাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরীব ও দুস্থ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।