English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৯ ০৬:৫১
সূত্র:

কাউন্সিলর পদে বিএনপির মনোনয়নপত্র কিনলেন ১৩৪ জন

কাউন্সিলর পদে বিএনপির মনোনয়নপত্র কিনলেন ১৩৪ জন

দলীয় মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির ১৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ঢাকা উত্তরের ৭৪ কাউন্সিলর পদের মধ্যে ১০ জন সংরক্ষিত নারী এবং দক্ষিণে ৬০ কাউন্সিলরের মধ্যে পাঁচজন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়ন কিনেছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের দপ্তর সম্পাদক।

ঢাকা মহানগর বিএনপি উত্তর দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাক এবং দক্ষিণের দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু বলেন, সকাল ১০টা থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির মনোনয়নপত্র বিতরণ করা হয়। দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণের মনোনয়ন বিতরণ করা হয়। বৃহস্পতিবার বেলা ১০টা থেকে এ কার্যক্রম যথারীতি চলবে। যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা জমা দেবেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছেন, মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বৃহস্পতিবার মনোনয়ন ফরম বিতরণ করা হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিতে হবে। শুক্রবার বিকাল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। এরপর নীতি নীতিনির্ধারকরা যাচাই-বাছাই করে দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন।

৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।