English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৯ ১৮:১১

উত্তরে আতিকুল, দক্ষিণে তাপস ও হাজী সেলিমের মনোনয়নপত্র সংগ্রহ

অনলাইন ডেস্ক
উত্তরে আতিকুল, দক্ষিণে তাপস ও হাজী সেলিমের মনোনয়নপত্র সংগ্রহ
বাঁ থেকে আতিকুল ইসলাম, ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ও হাজী মো. সেলিম।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন দুই সংসদ সদস্য ফজলে নূর তাপস ও হাজি মো. সেলিম। উত্তরের মেয়র পদে ফের মনোনয়নপত্র কিনেছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। বুধবার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে গিয়ে এই তিন প্রার্থীর স্ব স্ব প্রতিনিধি তাদের পক্ষে মনোনয়নপত্র কেনেন। আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় নৌকার দুই মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত হবে। আগামী ৩০ জানুয়ারি রাজধানীর এই দুই সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। দলীয় প্রতীকের মেয়র নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।