English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৯ ১৬:০৪
সূত্র:

আমার বয়স হয়ে গেছে, চাচ্ছিলাম একটু ছুটি দেবেন: শেখ হাসিনা

আমার বয়স হয়ে গেছে, চাচ্ছিলাম একটু ছুটি দেবেন: শেখ হাসিনা

আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে টানা নবমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এছাড়া দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের। 

শনিবার আওয়ামী লীগের ২১তম কাউন্সিলের দ্বিতীয় দিনে সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা।

সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বলেন, ‘আমি চাচ্ছিলাম, আমাকে একটু ছুটি দেবেন। আপনাদের ভাবতে হবে আমার বয়স হয়ে গেছে। আমার বয়স এখন ৭৩। এবারও আমাকে দায়িত্ব দিয়েছেন।’

আবেগতাড়িত হয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘১৯৭৫ সালে মা-বাবা-ভাই-বোন সব হারিয়েছি। আপনজন যাদেরকে রেখে গিয়েছিলাম তারা আর কেউ নেই। আওয়ামী লীগকে আমার পরিবার হিসেবে নিয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভালোবাসাই ছিল আমার চলার শক্তি।’

শেখ হাসিনা বলেন, ‘আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি।’