English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৯ ১২:১৭

ছাত্রলীগ থেকে ৩২ নেতা-নেত্রীকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
ছাত্রলীগ থেকে ৩২ নেতা-নেত্রীকে অব্যাহতি

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে থাকা বিতর্কিত ২১ নেতা-নেত্রীকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া নিজেদের আবেদনের প্রেক্ষিতে আরও ১১ নেতাকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদের মধ্যে গঠনতন্ত্রবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২১ নেতাকে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ নেতা-নেত্রীকে কমিটি থেকে বাদ দেয়া হয়েছে।

অব্যাহতি দেওয়া ২১ নেতা-নেত্রী হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তানজিল ভূঁইয়া তানভীর, আরেফিন সিদ্দিক সুজন, আতিকুর রহমান খান, বরকত হোসেন হাওলাদার, শাহরিয়ার কবির বিদ্যুৎ, সাদিক খান, মুনমুন নাহার বৈশাখ, সোহানী হাসান তিথী, আবু সাঈদ (সাস্ট), রাকিব উদ্দিন, রুহুল আমিন, সোহেল রানা ও ইসমাইল হোসেন তপু, দপ্তর সম্পাদক আহসান হাবীব, ধর্ম বিষয়ক সম্পাদক তাজ উদ্দীন, উপ-দপ্তর সম্পাদক মমিন শাহরিয়ার ও মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সী, উপ-সাংস্কৃতিক সম্পাদক বি এম লিপি আক্তার ও আফরিন লাবনী, সহ-সম্পাদক সামিয়া সরকার ও রনি চৌধুরী।

আর আবেদনের প্রেক্ষিতে স্বেচ্ছায় অব্যাহতিপ্রাপ্তরা হলেন- সহসভাপতি এস এম তৌফিকুল হাসান সাগর, আমিনুল ইসলাম বুলবুল, বি এম শাহরিয়ার হাসান, হাফিজুর রহমান ও এস এম হাসান আতিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহারিয়ার ফেরদৌস, উপ-স্বাস্থ্য সম্পাদক রাতুল সিকদার ও শাফিউল সজীব, উপ-প্রচার সম্পাদক সিজাদ আরেফিন শাওন, উপ পাঠাগার সম্পাদক রুশী চৌধুরী ও সহ-সম্পাদক আঞ্জুমানারা অনু।