English Version
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯ ১৮:৩৭
সূত্র:

তারেক-ফখরুলসহ বিএনপির ১২ নেতার বিরুদ্ধে মামলা

তারেক-ফখরুলসহ বিএনপির ১২ নেতার বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন।   আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর দারুস সালাম থানার ওসিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের জন্যও পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, ঢাকা মহানগর উত্তর কমিটির ভাইস চেয়ারম্যান রবিউল আওয়াল সোহেলসহ আরো ৭ জন।