English Version
আপডেট : ৫ ডিসেম্বর, ২০১৯ ১১:৪৯
সূত্র:

বাবার জন্মদিনের অনুষ্ঠানে কাঁদলেন যুবলীগ চেয়ারম্যান

বাবার জন্মদিনের অনুষ্ঠানে কাঁদলেন যুবলীগ চেয়ারম্যান

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মদিনের আলোচনা সভায় অংশ নিয়ে কাঁদলেন পুত্র শেখ ফজলে শামস্‌ পরশ। এসময় পুরো সভাকক্ষেই আবেগঘন পরিবেশের তৈরি হয়।

বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কেন্দ্রীয় যুবলীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করছিলেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশ।

চেয়ারম্যান হওয়ার পর এই প্র্রথম তিনি সংগঠনের আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য 'অবৈধ উপার্জনে বিলাসী জীবন-যাপনের তুলনায় সৎ পথে থেকে নুন-ভাত খাওয়া অনেক সম্মানের' উল্লেখ করে যুবলীগ নেতাকর্মীদের ত্যাগের আদর্শ অনুসরণের আহ্বান জানান। এছাড়া সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল, যুদ্ধাপরাধীসহ দুর্নীতিবিরোধী লড়াইয়ে যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান প্রমুখ।