English Version
আপডেট : ৪ ডিসেম্বর, ২০১৯ ০৮:৫৮
সূত্র:

আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা আজ

আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা আজ

আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা হতে যাচ্ছে আজ বুধবার (৪ ডিসেম্বর)। প্রায় তিন বছর পর বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই সভা হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে জাতীয় কমিটির সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী বছরে একটি করে জাতীয় কমিটির সভা করার কথা রয়েছে। তবে গত প্রায় তিন বছরে আওয়ামী লীগের জাতীয় কমিটির কোনো সভা হয়নি। এবার মূলত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সামনে রেখে জাতীয় কমিটির সভাটি ডাকা হয়েছে। জাতীয় কমিটির সভায় সম্মেলনের বাজেট পাসসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।