English Version
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৯ ২২:১০
সূত্র:

আওয়ামী লীগের সম্মেলনে ছাত্রলীগের মারামারি

আওয়ামী লীগের সম্মেলনে ছাত্রলীগের মারামারি

দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে জেলা এবং কেদ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় ব্যাপক চেয়ার ভাংচুর করা হয়ে। এেতে সম্মেলনস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সোমবার বিকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে এই ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলাকালে বক্তব্য দিচ্ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অধ্যাপক রফিকুর রহমান।

এ সময় হঠাৎ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হই-হুল্লোড় শুরু হয় এবং এক পক্ষে আরেক পক্ষকে লক্ষ্য করে চেয়ার ছোঁড়াছুড়ি শুরু করলে সম্মেলন স্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সম্মেলনস্থল খালি হয়ে যায় এবং ব্যাপক চেয়ার ভাংচুর করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়।

এ ঘটনায় জন্য ছাত্রলীগকে অভিযুক্ত করেছেন সম্মেলনের অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ। তিনি বলেন, আমরা মনে করি। সম্মেলন যাতে সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হয় তার জন্য মৌলভীবাজারের সব নেতারা চেষ্টা চালাবেন।

ছাত্রলীগ যে কাজ করেছেন তা জঘন্যতম কাজ। তারা আমাদের অসম্মান করেছে। আমরাও ছাত্র রাজনীতি করেছি। অনেক নির্যাতন জেল জুলুম সহ্য করে আজকে এখানে এসেছি। এখানে যারা বসা আছেন, তারা সবাই জুলুম নির্যাতন করে এখানে এসেছেন।

তবে মারামারিতে ছাত্রলীগের কেউ ছিলো না জানিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম জানান, ছাত্রলীগে কোনো গ্রুপিং নেই। তবে কারা মারামারি করেছে তাও আমরা বলতে পারছি না।

এর আগে দুপুরে সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এতে সভাপত্বি করেন সদর উপজেলা আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, সম্মেলনের উদ্বোন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন আহমদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য রফিকুর রহমান ও প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।