English Version
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৯ ১৫:৩৮
সূত্র:

ভারত আমাদের ধোঁকা দিয়েছে: বাণিজ্যমন্ত্রী

ভারত আমাদের ধোঁকা দিয়েছে: বাণিজ্যমন্ত্রী

পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত বাংলাদেশকে ধোঁকা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, যেহেতু ভারত থেকে আমরা পেঁয়াজ আমদানি করে আসছিলাম তাই বিকল্প চিন্তা করিনি। কিন্তু তারা যে রপ্তানি বন্ধ করে দেবে তা আমরা কখনো কল্পনাও করিনি।

বুধবার সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, সংকটের এ শিক্ষাকে সম্পদে পরিণত করা হয়েছে। তিন বছরের মধ্যে দেশের উৎপাদিত পেঁয়াজ বিদেশে রপ্তানি করা হবে। প্রতিদিন এক থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

এসময় শিগগিরই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে আড়াই হাজার টন পেঁয়াজের একটি চালান এসেছে। আরো কয়েকটি চালান আসার অপেক্ষায় রয়েছে। বাজার নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে