English Version
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৯ ০৯:৩১
সূত্র:

হলি আর্টিজান মামলার রায়ে সরকার সন্তুষ্ট: আইনমন্ত্রী

হলি আর্টিজান মামলার রায়ে সরকার সন্তুষ্ট: আইনমন্ত্রী

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও বর্বরোচিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একজনকে খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান।

এদিকে রায় নিয়ে বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী আনিসুল হক। 

তিনি বলেন, এ রায়ে সরকার সন্তুষ্ট। এছাড়া আইএসের টুপিসহ এজলাসে আসামির প্রবেশের ঘটনাটি তদন্ত করা হবে বলে ঘোষণা করেছেন আইনমন্ত্রী।

হত্যাকাণ্ডের ঘটনায় ইমেজ সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমার তো মনে হয়, আমরা সারা বিশ্বকে প্রমাণ করতে পেরেছি যে বাংলাদেশে এ রকম হত্যাকাণ্ড হলে তার বিচার অত্যন্ত দ্রুত হয় এবং সকল বিচার আইনি ফরমালিটিস ফলো করে সম্পন্ন করা হয়।

তিনি বলেন, গত ডিসেম্বর থেকে এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছিল। ২১১ জন সাক্ষীর মধ্যে প্রয়োজনীয় ১১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচারিক আদালত আজকের এই রায়ে উপনীত হয়েছিলেন। আজকের এই রায় দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে আইএসের প্রতীক সম্বলিত টুপি পরে আসামির এজলাসে যাওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ প্রশ্নের জবাব আমার পক্ষে দেয়া সম্ভব নয়। তবে এ ব্যাপারটার তদন্ত হওয়া উচিত। তদন্ত যেন হয়, সেজন্য কথা বলবো আমি।