English Version
আপডেট : ২৪ নভেম্বর, ২০১৯ ১২:৩০
সূত্র:

‘আই হেট পলিটিক্স’ থেকে যুবকদের বের করতে চান পরশ

‘আই হেট পলিটিক্স’ থেকে যুবকদের বের করতে চান পরশ

‘আই হেট পলিটিক্স’ থেকে যুবকদের বের করতে চান যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি দায়িত্ব নেয়ার পরই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে ‘আই হেট পলিটিক্স কালচার’ থেকে বেরিয়ে এসে সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবলীগকে যুবকদের কাছে আকর্ষণীয় সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে চান।

গতকাল শনিবার অনুষ্ঠিত যুবলীগের কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত শেখ ফজলে শামস পরশ নেতাকর্মীদের উদ্দেশে দেয়া প্রথম বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার দেশের প্রতি উদার ভালোবাসা দেখে আমি সাহস পাই, অনুপ্রাণিত হই। যুবলীগের চেয়ারম্যান হিসেবে নয়, একজন কর্মী হিসাবে আপনাদের পাশে থেকে কাজ করব।

যুবলীগের এই নতুন চেয়ারম্যান আরও বলেন, সম্পূর্ণ সততার সাথে আমি দায়িত্ব পালন করবো। আপনারা কর্মী নয়, শক্তি হবেন আমার। যুবলীগের কর্মীদের দায়িত্ব, বঙ্গবন্ধু কন্যার দায়িত্ব পালনে আমরা সহযোগিতা করবো। যুবসমাজ যেন হেট পলিটিক্স কালচার থেকে বেড়িয়ে এসে জয় বাংলার কর্মী হিসেবে কাজ করে সেভাবেই কাজ করে যাবো। যুবলীগের কাণ্ডারি কে এই পরশ : রাজনৈতিক পরিবারের সন্তান হলেও তার আগ্রহের ক্ষেত্র ছিল ভিন্ন। শিক্ষা-সংস্কৃতি নিয়ে থাকতেই পছন্দ করতেন তিনি। হঠাৎ করেই রাজনীতিতে তার আবির্ভাব। তিনি শেখ ফজলে শামস পরশ। ৫১ বছর বয়সে গতকাল আওয়ামী যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই জনমনে প্রবল আগ্রহ- কে এই পরশ। কী তার পরিচয়। যার হাতে যুবলীগের প্রতিষ্ঠা সেই শেখ ফজলুল হক মণির জ্যেষ্ঠ সন্তান শেখ ফজলে শামস পরশ পেয়েছেন ক্যাসিনোকান্ডে চরম সংকটে থাকা সংগঠনটির ভাবমূর্তি পুনরুদ্ধারের দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে স্নাতকোত্তর পরশ যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে আবারও স্নাতকোত্তর ডিগ্রি নেন। দীর্ঘদিন ধরে তিনি বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।  ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কালরাতে শেখ ফজলে শামস পরশের বাবা শেখ ফজলুল হক মণি এবং মা আরজু মণি শহীদ হন। সে সময় তিনি এবং তার ছোট ভাই ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ভাগ্যক্রমে বেঁচে যান। তখন পরশের বয়স ছিল ৬ এবং তাপসের ছিল ৪ বছর।