English Version
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৯ ১১:৩৮
সূত্র:

বৃহস্পতিবার সারাদেশে হরতাল: সফলের লক্ষে লিফলেট বিতরণ

বৃহস্পতিবার সারাদেশে হরতাল: সফলের লক্ষে লিফলেট বিতরণ

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং বাণিজ্যমন্ত্রীর লাগাম টেনে ধরার আহবান জানিয়েছেন আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান। তিনি বলেন, সারাদেশে একযোগে পেঁয়াজের ডাবল সেঞ্চুরী, চাল-ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে সাধারণ জনগণের যখন মরার উপর খড়ার গাঁ। বাণিজ্যমন্ত্রীর অবহেলার কারণেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হচ্ছে। এসময় তিনি পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এবং বাণিজ্যমন্ত্রীর লাগাম টেনে ধরার আহবান জানান। তিনি আরও বলেন, আমরা দেশের একঝাঁক তরুণ ও সচেতন নাগরিক দেশের সাধারণ জনগণের মৌলিক অধিকার আদায়ের জন্য এই কর্মসূচি ঘেষণা করেছি। আমরা আশাকরি আমাদের সংগঠনের নেতৃবৃন্দ সহ দল-মত-জাতি-ধর্ম-বর্ণ নির্রিশেষে সকলের স্বস্ত:স্ফুর্ত ভাবে বৃহস্পতিবারের অর্ধদিবস হরতাল সফল করবেন।

গত রবিবার সন্ধ্যায় রাজধানীর পল্টন মোড়ে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সারাদেশে অর্ধদিবস হরতাল সফলের লক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান এই আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আল-আমিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম কামাল উদ্দিন ইসমাইল, যুগ্ম-সাধারণ সম্পাদক এম. সাইফুল ইসলাম মজুমদার প্রমূখ।

এদিকে আজ রবিবার বিকালে রাজধানীর তোপখানাস্থ শিশুকল্যাণ পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনেসংবাদ সম্মেলনে এডভোকেট মো. আল-আমিন বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল সফলের লক্ষ্যে নিম্নবর্ণিত কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- হরতালের সমর্থনে সোমবার বিকাল ৩টায় রাজধানীর পল্টনসহ সারাদেশে বিক্ষোভ, মঙ্গলবার ও বুধবার সন্ধ্যায় রাজধানীসহ সারাদেশে মশাল মিছিল অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর, শনিবার সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আল-আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এসময় তারা সংগঠনের সকল সদস্য সহ দেশবাসীকে শান্তিপূর্ণ ভাবে এই অর্ধদিবস হরতাল সফল করে স্ব স্ব অবস্থান থেকে প্রতিবাদ করার আহবান জানান।