English Version
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৯ ১১:৩৮
সূত্র:

ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি হলেন সোহেল

ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি হলেন সোহেল

ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের সহ সভাপতি হলেন বাউফলের কৃতি সন্তান সন্তান তানভীর হাসান সোহেল।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। চিঠিতে আরো বলা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগ্রামে এবং বিশ্ব শান্তির অগ্রদূত দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আপনার সর্বাত্মক অংশগ্রহণ বাংলাদেশ ছাত্রলীগের অগ্রযাত্রাকে আরো বেগবান করবে।

তানভীর হাসান সোহেল বলেন, তার উপর যে দায়িত্ব দেওয়া হয়ে তিনি তা যথাযথ ভাবে পালনের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সর্বদা কাজ করে যাবেন।

জন্মসূত্রে তানভীর হাসান সোহেল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সন্তান।