English Version
আপডেট : ১০ নভেম্বর, ২০১৯ ১২:২১
সূত্র:

শেখ ফজলে ফাহিম যুবলীগের জাতীয় কংগ্রেসের অভ্যর্থনা উপ-কমিটির সদস্য মনোনীত

শেখ ফজলে ফাহিম যুবলীগের জাতীয় কংগ্রেসের অভ্যর্থনা উপ-কমিটির সদস্য মনোনীত

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৭ম জাতীয় কংগ্রেস-২০১৯ এর অভ্যর্থনা উপ-কমিটির সম্মানীত সদস্য মনোনীত হয়েছেন গোপালগঞ্জের কৃতি সন্তান ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম।

শেখ ফজলে ফাহিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বড় ছেলে।

শেখ ফজলে ফাহিম যুক্তরাষ্ট্রের সেন্ট অ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে সম্মান এবং রাজনৈতিক ও অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি মাস্টার্স প্রোগ্রামের অংশ হিসেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। শিক্ষাজীবন শেষে তিনি অ্যাডওয়ার্ড জোন্স ইনভেস্টমেন্ট ব্যাংকে ফাইনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কর্মজীবন শুরু করেন।

ফজলে ফাহিম সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) কার্যনির্বাহী সদস্য। তিনি এফবিসিসিআইয়ের ২০১৫-২০১৭ মেয়াদের নির্বাচনেও পরিচালক নির্বাচিত হন।