English Version
আপডেট : ৫ নভেম্বর, ২০১৯ ০৯:২৭
সূত্র:

খোকার মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ

খোকার মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ

সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক বার্তা জানান দলের মহামচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া উইং শায়রুল কবির খান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।

তিনি জানান, কিডনির ক্যানসারে আক্রান্ত ছিলেন সাদেক হোসেন খোকা। বাংলাদেশ সময় সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৫০মিনিট নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পিতার মৃত্যুর খবর নিশ্চিত করে ছেলে ইশরাক হোসেন এক ফেসবুক পোস্টে জানান, আমার বাবা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বাংলাদেশ টাইম দুপুর ১টা ৫০মিনিটে ইন্তেকাল করেছেন। পরবর্তী তথ্য পরিবারের পক্ষ থেকে জানানো হবে।