English Version
আপডেট : ৬ অক্টোবর, ২০১৯ ১৮:২৬
সূত্র:

যুবলীগ চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা!

যুবলীগ চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা!

ব্যাংক হিসাব তলবের পর এবার যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলি জানিয়েছে, ঢাকা মহনগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটসহ যুবলীগের একাধিক নেতা গ্রেফতার হওয়ার পর যুবলীগ চেয়ারম্যানের বিদেশ যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তবে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ সংগঠনের চেয়ারম্যানের দেশত্যাগে সরকারের দেয়া নিষেধাজ্ঞার বিষয়টা জানেন না বলে জানান। তিনি বলেন, আমি যতটুকু জানি চেয়ারম্যান সাহেব বাসায় রয়েছেন।

নিজ সংগঠনের নেতাদের বিরুদ্ধে ক্যাসিনো ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ ওঠার পরে প্রথমদিনেই বিষয়টি নিয়ে গণমাধ্যম নিজের ক্ষোভ ঝাড়েন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। যদিও পরবর্তীতে নিজের অবস্থান পরিবর্তন করেন তিনি।

এরপর বাংলাদেশ ব্যাংক তার সম্পদের হিসাব তলব করে। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে যুবলীগের আরেক শীর্ষ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে। তবে গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে না ওমর ফারুক চৌধুরীকে। সাংবাদিকদের সঙ্গেও কথা বলছেন না তিনি। স্বভাবতই প্রশ্ন উঠেছে ওমর ফারুক চৌধুরী এখন কোথায়?

যুবলীগ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সংগঠনের চেয়ারম্যান নিজের ধানমন্ডির বাসভবনেই রয়েছেন। কারো সঙ্গে দেখা দিচ্ছেন না। ফোনেও তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।