English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯ ১৩:৪৩
সূত্র:

আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান

আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান

নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে ওই পদে মনোনয়ন দিয়েছেন।

শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শেখ হাসিনা ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে আতাউর রহমানকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।

আতাউর রহমান আগে থেকেই আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তার জন্ম ১৯৪১ সালে নোয়াখালীতে।

মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনার পাশাপাশি অভিনয় করছেন রেডিও ও টেলিভিশনে। এ ছাড়া নাট্যবিষয়ক বই, নাট্য-সমালোচনা, উপস্থাপনা, শিক্ষকতা, টেলিভিশন নাট্যকার, প্রবন্ধকার ও বক্তা হিসেবে তার সরব পদচারণা রয়েছে। ২০০১ সালে নাট্ক্ষেত্রে অবদানের জন্য একুশে পদক পান তিনি।

আতাউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়াল ৪২ জনে।