English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯ ১৭:৩৩
সূত্র:

পদ হারানোর ভয়ে শপথ নিচ্ছেন না ফখরুল: হানিফ

পদ হারানোর ভয়ে শপথ নিচ্ছেন না ফখরুল: হানিফ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলীয় পদ হারানোর ভয়ে শপথ নিচ্ছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।   সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগীয় নেতাদের সঙ্গে বর্ধিতসভায় তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, নিজেদের ভুলের কারণেই বিএনপি আজ বিলুপ্তির পথে। বিএনপি-জামায়াত দেশের জন্য একটি বিষফোঁড়া। এই ফোঁড়া যতদিন থাকবে দেশের বিরুদ্ধে ততদিন ষড়যন্ত্রও থাকবে।

এ সময় তিনি গণতন্ত্র ও জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সকল রাজনীতিকদের সতর্ক করে দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, অনেক নেতা নিজের দল ভারী করতে জামায়াত-শিবিরসহ বিভিন্ন অনুপ্রবেশকারীদের ঠাঁই দিচ্ছেন। এটা আমাদের আওয়ামী লীগের জন্য অশনিসংকেত। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।