English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৯ ১৮:৪৬
সূত্র:

রিজভীর নেতৃত্বে মিরপুরে বিক্ষোভ মিছিল

রিজভীর নেতৃত্বে মিরপুরে বিক্ষোভ মিছিল

রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে দলটি। বুধবার দুপুরে রাজধানীতে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরের (উত্তর) উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় কারাবন্দি অসুস্থ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানানো হয়। পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন শ্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলটি মিরপুর-১০ নম্বর গোল চত্তর থেকে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অতিক্রম হয়ে মিরপুর ১৩ নাম্বার বিআরটিএ এর সামনে গিয়ে শেষ হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।